| ০১ এপ্রিল ২০২০ | ৯:৪৯ পূর্বাহ্ণ
আসুন এপ্রিলফুল কি জানি,
কুসংস্কার নয়,সত্যটাই মানি।
পাশ্চাত্য অন্ধ অনুকরণের আরেক নাম -এপ্রিলফুল।একটু পড়াশুনা করলে জানা যায়,মিথ্যা, ঠাট্টা এবং অপরকে কষ্ট দেয়ার মত পাপকাজ এ উৎসব বা দিবসটির সাথে জড়িত।
★দেবী ভেনাসকে ঈগিত করেই হউক।
★স্রষ্টাকে উপহাস করার জন্যই হউক।
★হযরত ঈসা (আঃ)কে ইহুদী কর্তৃক ঠাট্টা বিদ্রূপ করার জন্যই হউক।
★ইসলাম ধর্মে প্রচলিত কাহিনী-এক সময়কার শৌর্যবীর্যে প্রভাবশালী মুসলিমদের খ্রিষ্টানদের নিকট স্পেনে পরাজিত হয়ে তাদের কথা মত মসজিদ আর জাহাজে আশ্রয় নিয়ে জীবনাবসানের কারণেই হউক এপ্রিলফুল সত্যিই ঘৃণিত।
💻এস এম শাহনূর
(কবি ও আঞ্চলিক ইতিহাস গবেষক)