লেখক: মোঃ তোফাজ্জল হোছাইন চৌধুরী তুহিন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ। | ০৭ মার্চ ২০১৯ | ৪:৫০ পূর্বাহ্ণ
আজ ৭ই মার্চ। ইতিহাসের সেই উজ্জ্বল দিন আজ, যেদিন রচিত হয়েছিল রাজনীতির এক ঐতিহাসিক মহাকাব্য। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশে ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই দিনটিও তো ছিল বসন্তের এক পাতাঝরা দিন। কিন্তু আর দশটি দিনের চেয়ে আলাদা ছিল একাত্তরের ৭ই মার্চ, ছিল অন্য রকম।
একটি পাতাঝরা বসন্ত বিকেল এভাবে বদলে দিতে পারে ইতিহাসের মোড়, বিশ্বের ইতিহাসে এমন ঘটনা বিরল। একজন মানুষ দিনে দিনে নিজেকে চালকের আসনে এনে একটি আন্দোলনকে জনগণের প্রাণের দাবিতে পরিণত করতে পারেন, এমন উদাহরণ বিশ্বের ইতিহাসে বিরল। একটি ভাষণ একটি জাতিকে স্বাধীনতার মন্ত্রে যেভাবে উজ্জীবিত করেছিল, তার তুলনা আর কোনো কিছুর সঙ্গে হতে পারে না। বঙ্গবন্ধুর সেই ভাষণকে বিশ্বের বিখ্যাত ভাষণগুলোর পাশাপাশি তুলনা করা হয়েছে গ্যাটিসবার্গ অ্যাড্রেসের সঙ্গে। ১৯৭১ সালের ৭ই মার্চ দীর্ঘদিনের শোষণ, বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠেছিল একটি কণ্ঠ। অন্যায়, অগণতান্ত্রিক আচরণ ও নিপীড়নের বিরুদ্ধে জাতিকে পরিপূর্ণভাবে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।