| ১২ ফেব্রুয়ারি ২০২২ | ৫:৪৮ অপরাহ্ণ
পলক রহমান
দূরে তোমার প্রেমের চরে
বালু করে চিক চিক,
আমি আমার ভাবনার আকাশে
তোমায় নিয়ে নস্টালজিক।
দূরে তোমার প্রেমের আকাশে
চাঁদ করে ঝিলমিল,
আমি আমার মরু প্রান্তরে
আহত এক আবাবিল।
দূরে তোমার সাগরের জলে
খেলা করে নীল তিমি,
আমার ঘাটলা পুকুর জল শুন্য
খাঁ খাঁ করা চৌচির ভূমি।
দূরে তোমার বাগানে বসন্ত এখন
কোকিলের সমারোহ,
আমার বনভূমি উজাড় এখন
নিঃস্ব পাতাঝরা বিরহ।
দূরে তুমি নিজেও অনেক দূরে
আর পাইনা তোমার নাগাল,
একলা দুয়ারে তাই খিড়কী নাই
এই আমার বাঁচা আজকাল।