কে.এম.সুহেল আহমদ,কাতার থেকেঃ | ২০ ডিসেম্বর ২০১৮ | ৫:২৩ অপরাহ্ণ
“ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
সে যে সপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।”
কবির এহেন কবিতার চরণটিতে দেশ মাতৃকার মমত্বোধ ও ভালবাসার বহিঃপ্রকাশ ফুঠে উঠেছে।
সেই ভালবাসার বহিঃপ্রকাশ আমাদের এনে দিয়েছে ‘১৬ ডিসেম্বর আমাদের গৌরবের মহান বিজয় দিবস’। বাঙালী জাতির হাজার বছরের সংগ্রামের ও বিরত্বের অবিস্মরণীয় দিবস।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র লড়াইয়ের পর ১৯৭১ সালের এই দিনে বিজয় অর্জিত হয় এবং বিশ্বের মানচিত্রে ‘বাংলাদেশ’ নামে নতুন একটি রাষ্ট্রের অভ্যূদয় ঘটে।
প্রতি বছরের ন্যায় এবার ও এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য ২১ ডিসেম্বর(শুক্রবার) বিকেল ৩ টার সময় কাতারস্থ ‘বাংলাদেশ দূতাবাস’ ও ‘ বাংলাদেশ এম.এইচ.এম স্কুল এন্ড কলেজ’ এর যৌথ উদ্যোগে ‘ বাংলাদেশ স্কুল প্রঙ্গণে’ বর্ণাঢ্য বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজয় মেলায় পিঠা-পুলিসহ নামমাত্র মূলে দেশীয় মজাদার খাবারের সু- ব্যবস্থা থাকবে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য- গীত- নাটকসহ
বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলায় আসা বিভিন্ন স্টল পরিদর্শন করবেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব আসুদ আহমদ।