• শিরোনাম


    আখাউড়া সংবর্ধনায় মেয়রের দেয়া উপহার ৫ ভরি স্বর্নের নৌকা ফিরিয়ে দিলেন আইনমন্ত্রী।

    আশরাফুল মামুন | ১৯ জানুয়ারি ২০১৯ | ৩:০১ অপরাহ্ণ

    আখাউড়া সংবর্ধনায় মেয়রের দেয়া উপহার  ৫ ভরি স্বর্নের নৌকা ফিরিয়ে দিলেন আইনমন্ত্রী।

    গতকাল ১৭ই জানুয়ারী আখাউড়া গণসংবর্ধনায় পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের দেয়া স্বর্ণের নৌকা ফিরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

    টানা ২য় মেয়াদে আইনমন্ত্রী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য আনিসুল হককে শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে গণসংবর্ধনা দিয়েছে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ।



    গণসংবর্ধনা উপলক্ষে আখাউড়া উপজেলা সদরজুড়ে অসংখ্য তোরণ নির্মাণ করা হয়। দল ছাড়াও নানা ব্যানারে এবং ব্যক্তি নামে এসব তোরণ নির্মাণ করা হয়। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামানও নির্মাণ করেন একটি তোরণ।

    সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দলীয় নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন আইনমন্ত্রী। পরে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল মন্ত্রীকে ৫ ভরি ওজনের স্বর্ণের নৌকা উপহার দেন। কাচের বাক্সে করে আনা নৌকাটি আনিসুল হক গ্রহণ করলেও সেটি নেবেন না বলে জানিয়ে দেন।

    তাৎক্ষণিকভাবে মাইক্রোফোন হাতে নিয়ে অনেকটা ক্ষুব্ধ হয়ে আইনমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন আমাকে একটি সোনার নৌকা দেয়া হয়েছে। আমি সেটি ফেরত দিয়ে দেব।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম