রিপোর্ট : আশরাফুল মামুন | ১১ জুন ২০১৯ | ১:৪৬ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুর দক্ষিণ পাড়ার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় আজ মঙ্গলবার সকালে অজ্ঞাত (২৭) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। নিহতের গায়ের রং কালো, পড়নে ছিল গেঞ্জিন। ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে লাশ পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন সকালে পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশ কে খবর দেন, পেয়ে আখাউড়া সকাল সাড়ে ৯ টায় পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই যুবককে এলাকার কেউ চিনতে পারেনি। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে থানার উপ-পুলিশ পদিরর্শক মো. হুমায়ুন কবির বলেন, প্রাথমিক ভাবে ধারনা হচ্ছে পানিতে ডুবে লোকটির মৃত্যু হয়েছে। তার শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।