হেবজুল বাহার, স্টাফ রিপোর্টার | ১১ নভেম্বর ২০২০ | ১২:৩৯ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের বাইপাস সড়কের একটি ভাঙ্গারি দোকানে অবিস্ফোরিত মর্টার সেলের সন্ধান পাওয়া গেছে। ওই মর্টার শেলটি এক মন ওজনের। ধারনা করা হচ্ছে এই মর্টার শেলটি ১৯৭১সনের স্বাধীনতা যুদ্ধের সময়ের।
বুধবার (১১ নভেম্বর) সকালে পৌরসভার নারায়ণপুর বাইপাস এলাকায় বাঙ্গারির দোকানে দেখতে পাওয়া যায়।
ভাঙ্গারি দোকানের মালিক মো. আলমগীর হোসেন বলেন, আখাউড়া-লাকসাম রেলপথ উন্নয়ন কাজের এক শ্রমিক ওই মর্টার শেলটি নিয়ে আসে। এ সময় ভাঙ্গারি দোকানের এক কর্মচারী কিনে রাখেন। বুধবার সকালে ভাঙ্গারি দোকান এসে মর্টার শেলটি তিনি দেখতে পান।
স্থানীয় বাসিন্দা, ভাঙ্গারি দোকান মালিক ও কর্মচারীদের দাবি, বিষয়টি বুঝতে না পারায় লোহা মনে করে অবিস্ফোরিত মর্টার শেলটি কিনে রাখা হয়েছে। তবে জান-মালের নিরাপত্তায় শেলটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন।