রিপোর্ট: এস. এম. অলিউল্লাহ খান | ০৫ মে ২০১৯ | ১১:২৪ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষার্থীরা মাদক, জঙ্গিবাদ ও ধর্ষণকে লাল কার্ড দেখাল। কুমিল্লা দক্ষিণ জেলার লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে শনিবার আখাউড়া পৌর শহরের দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষার্থীরা ওই কার্ড দেখায়। ওই অনুষ্ঠানে শিক্ষার্থীরা শপথ নিয়েছে পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলবে, মাদক সেবন না করতে এবং ছেলের ২১ বছর ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিবাহবন্ধনে আবদ্ধ না হওয়ার।
দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তৃতা করেন ওসি রসুল আহমদ নিজামী, ওসি (তদন্ত) আরিফুল আমীন, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল, স্থানীয় কমিশনার মো. বাবুল মিয়া, লাল সবুজ উন্নয়ন সংঘ কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সোহরাব সজীব, সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহি, সদস্য রাকিবুল হাসান প্রমুখ।
সভা শেষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ পাঠ করান ওসি রসুল আহমদ নিজামী।