রিপোর্ট অমিত হাসান অপু, স্টাফ রিপোর্টার: | ১৩ মার্চ ২০২০ | ৫:১৩ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের টয়লেটের থাকা বাক্স থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবা ( ১২ মার্চ) রাত পৌনে ১১টার দিকে আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আখাউড়ায় বাক্সবন্দি যুবকের লাশ উদ্ধার
আখাউড়ায় বাক্সবন্দি যুবকের লাশ উদ্ধার।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, ঢাকা থেকে আসা ট্রেনটি বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে আখাউড়ায় আসে। পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করার সময় ট্রেনটির ‘ঘ’ বগিতে একটি বাক্স দেখতে পান। পুলিশের উপস্থিতিতে বাক্স খুলে এতে যুবকের লাশ পাওয়া যায়। যুবকের মুখমন্ডল অনেকটা ফোলা। শ্বাসরোধে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |