• শিরোনাম


    আখাউড়ায় বজ্রপাতে সবজি ক্ষেতের (নেত্রকোনার) শ্রমিক নিহত।

    রিপোর্ট: আশরাফুল মামুন। | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৩:১০ অপরাহ্ণ

    আখাউড়ায় বজ্রপাতে সবজি ক্ষেতের (নেত্রকোনার)  শ্রমিক নিহত।

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বজ্রপাতে শামসুল আলম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
    নিহত শামসুল আলম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ছয়গাও গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।
    জানা যায়, বজ্রপাতে নিহত শামসুল আলম আখাউড়া বনগজ গ্রামের মেহের আলীর সবজি জমিতে শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মত আজ সকালে বৃষ্টির মধ্যে সবজি বাগানে পানি নিষ্কাশনের কাজ করছিলেন শামসুল আলম। হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে সে মাটিতে লুটিয়ে পরে, খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে এলাকার লোকজন জানিয়েছেন।
    আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, বজ্রপাতের ঘটনা শুনেছি কিন্তু কেউ লিখিত ভাবে জানায়নি।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম