রিপোর্ট অমিত হাসান অপু, স্টাফ রিপোর্টার: | ১৭ মার্চ ২০২০ | ৮:৪৯ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা মিলনায়তনে মঙ্গলবার ১৭ মার্চ সকালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় সময় জাতীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, আখাউড়া থানা ওসি রসুল আহম্মেদ নিজামী,ওসি তদন্ত আরিফুল আমিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন,৩নং মোগড়া ইউনিয়ন ছাত্ররলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আব্দুল মোমেন ভূঁইয়া প্রমুখ।