• শিরোনাম


    আখাউড়ায় প্রবাসীদের অর্থায়নে মাদ্রাসায় আর্থিক সহযোগীতা ও শিক্ষা সামগ্রী বিতরণ।

    | ১৭ নভেম্বর ২০১৮ | ৪:৩৫ পূর্বাহ্ণ

    আখাউড়ায় প্রবাসীদের অর্থায়নে মাদ্রাসায় আর্থিক সহযোগীতা ও শিক্ষা সামগ্রী বিতরণ।

    আখাউড়া পৌরসভা প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে পৌরশহরের শান্তিনগর দারুল উলুম রশিদিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উন্নয়নমূলক কাজের আর্থিক সহযোগীতা ও মাদ্রাসার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রীসহ বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। শুক্রবার দুপুরে
    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের শান্তিনগর দারুল উলুম রশিদিয়া মাদ্রাসা ও
    মসজিদ মাঠে এ উন্নয়ন সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন ভূঁইয়া সার্বিক সহযোগিতা করেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি
    আলহাজ্ব মো. মুসলেম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি
    ছিলেন আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের আখাউড়া
    প্রতিনিধি মহিউদ্দিন মিশু, বিশেষ অতিথি ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আওয়াল সাক্কু, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জামাল উদ্দিন, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাদ্দাম হোসাইন। ছাত্রনেতা শেখ মো. সারোয়ার হোসেনের উপস্থাপনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাসুদ মাষ্টার, সাংবাদিক হাসান মাহমুদ পারভেজ, জুয়েল মিয়া, ইসমাঈল হোসেন, সাজেন্ট (অব.) ফারুক ভূঁইয়া, মাদ্রাসার শিক্ষক মাওলানা হোসাঈন আহম্মেদ প্রমূখ।
    মসজিদ, মাদ্রাসার পাশাপাশি ভবিষ্যতে সমাজের অসহায় বঞ্চিতদের পাশে
    দাঁড়ানো জন্য সংগঠনের নেতৃবৃন্দের কাছে দাবি জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক মহিউদ্দিন মিশু। এসময় তিনি ‘প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন’ এ ধরণের ভাল ও সামাজিক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ওই
    সংগঠনের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আস্বাস প্রদান করেছেন।
    দূর প্রবাসে বসে সংগঠনের পক্ষ থেকে সমাজের উন্নয়নমূলক কাজ ও মানবসেবা করার জন্য আখাউড়া পৌরসভা প্রবাসী কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আল আমিন মোল্লা, মো. আল আমিন ভূঁইয়া, মো. লোকমান
    হোসেনসহ সংগঠনের সদস্যদের কাছে তিনি কৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম