• শিরোনাম


    আখাউড়ায় নিমাই মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি খেয়ে ৩ জন হাসপাতালে ভর্তি।

    আশরাফুল মামুন, আখাউড়া থেকে | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ | ২:২৭ পূর্বাহ্ণ

    আখাউড়ায় নিমাই মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি খেয়ে ৩ জন  হাসপাতালে ভর্তি।

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মায়াবী সিনেমা হল সংলগ্ন মেসার্স নিমাই মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি ক্রয় করে খাওয়ার পর একই পরিবারের ৩ সদস্য অসুস্থ হয়ে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। অসুস্থরা হলেন পার্শ্ববর্তী কসবা উপজেলার নেমতাবাদ গ্রামের মোঃ সাইম মিয়া (৩২) এবং তার স্ত্রী মাকসুদা বেগম (২০) ও শ্যালক মোঃ সামির মিয়া (১৭)
    ঘটনাস্থল পরিদর্শন করেন স্যানিটারী ইন্সপেক্টর এবং থানা পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে আজ বিকালে নিমাই মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি কিনে খাওয়ার পর তারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক চিকিৎসা শেষে তারা আশঙ্কামুক্ত হন।
    ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ এবং মিষ্টির নমুনা সংগ্রহ করেন।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম