আশরাফুল মামুন | ১৮ জানুয়ারি ২০১৯ | ৪:৫৭ পূর্বাহ্ণ
আখাউড়ায় হাসিবুল শান্ত (২২) নামে এক ছাত্রের ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত হাসিবুল শান্ত আখাউড়া পৌরসভার খড়মপুর গ্রামের মোরাদ খাদেমের ছেলে।
বুধবার সকালে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত হাসিবুল খাদেম শান্ত আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স এর ছাত্র ছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, রাতে পরিবারের সঙ্গে রাতের খাবার শেষে রাত ১১ টায় শান্ত ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না উঠায় স্বজনরা জানালা দিয়ে দেখতে পায় সিলিংফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় আছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।
আখাউড়া থানার উপ- পুলিশ পরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র দাস জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।