• শিরোনাম


    আখাউড়ায় স্টেশনে কালোবাজারীদের হাতে ঢাবি শিক্ষার্থী লাঞ্ছিত

    রিপোর্ট অমিত হাসান অপু, স্টাফ রিপোর্টার: | ১৪ মার্চ ২০২০ | ৬:৫৩ অপরাহ্ণ

    আখাউড়ায় স্টেশনে কালোবাজারীদের  হাতে ঢাবি শিক্ষার্থী লাঞ্ছিত

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতাউল্লাহ (২৬) টিকেট কালোবাজারিদের হাতে লাঞ্ছিত হয়েছেন।

    আখাউড়া স্টেশনে কালোবাজারীদের হাতে ঢাবি শিক্ষার্থী লাঞ্ছিত
    আখাউড়া স্টেশনে কালোবাজারীদের হাতে ঢাবি শিক্ষার্থী লাঞ্ছিত
    শনিবার (১৪ মার্চ) সকাল ৯ টায় স্টেশনের টিকিট কাউন্টারের সামনে চার-পাঁচজন টিকেট কালোবাজারি মোহাম্মদ আতাউল্লাহকে মারধর ও তার মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে রেলওয়ে (জিআরপি) থানায় মামলা করেছেন তিনি। ভুক্তভোগী মোহাম্মদ আতাউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক বিভাগের মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্র। তার বাড়ি জেলার বিজয়নগর উপজেলায়।



    এ বিষয়ে ছাত্র মোহাম্মদ আতাউল্লাহ বলেন, আমি টিকেট কেটে স্টেশনে দাঁড়িয়ে মোবাইল দেখছিলাম এসময় চার-পাঁচজন কালোবাজারি আমি তাদের ছবি তুলছি এই সন্দেহে আমার উপর হামলা করে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়, ,আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।

    থানায় মামলা ও ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে (জি আর পি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শ্যামল কান্তি দাস বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম