রিপোর্ট: মোঃ অমিত হাসান অপু, আখাউড়া থেকে | ০৪ জুলাই ২০১৯ | ৭:৫৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের বাজেট আনন্দঘন পরিবেশে ঘোষনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষনা করা হয়।
আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া। ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাঠ করেন পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।
পৌরসভার একাউন্টস অফিসার লিয়াকত হোসেনের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা,আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহম্মেদ নিজামী,উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান নাছরিন শফিক আলেয়া,দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:জালাল উদ্দীন সহ, পৌরসভার সকল কাউন্সিলগন। এছাড়াও বাজেট অনুষ্ঠানে সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০১৯-২০ সনের বাজেটে সর্বমোট বাজেট ধরা হয়েছে ৩২ কোটি ৮ লক্ষ ৯১ হাজার ১৯২ টাকা।রাজস্ব বাজেট ধরা হয়েছে ১৫ কোটি ৫৮ লক্ষ ৯১হাজার ১৯২ টাকা উন্নয়ন বাজেট ধরা হয়েছে ১৬ কোটি ৫০ লক্ষ টাকা,সমাপনি স্থিতি ধরা হয়েছে।