রিপোর্ট: মোঃ অমিত হাসান অপু.আখাউড়া থেকে: | ০৪ জুন ২০১৯ | ৪:৩১ অপরাহ্ণ
আজ (মঙ্গলবার ৪ জুন)সকাল ১১ টায় স্থানীয় গাজীর বাজার বাস স্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করে আখাউড়া দক্ষিণ প্রবাসী কল্যাণ সংঘ। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১১০ জন নারী-পুরুষের মাঝে সমাজের অসহায় সুবিধা বঞ্চিতদের ঈদ উপহার ও দক্ষিণ ইউনিয়নের ৩ টি মাদরাসার অর্ধশতাধিক এতিম ছাত্রকে নগদ অর্থ সহ মোট ১৬০ জন কে এসব উপহার প্রদান করা হয়, এর মধ্যে শাড়ি, লুঙ্গি, ও নগদ অর্থ।
সংগঠনের অর্থ সম্পাদক মোঃ রুবেল আহমেদ এর সঞ্চালনায় ও আরিফ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, বিশেষ অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন ভূইয়া, শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমদানি রপ্তানিকারক এ্যাসোসিয়েশন, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল, যুবলীগ নেতা মোক্তার হোসেন ফয়সাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, শাখাওয়াত হোসেন নয়ন, সাধারণ সম্পাদক আখাউড়া উপজেলা ছাত্রলীগ।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা রুবেল আহমেদ, উপদেষ্ঠা ওয়াসিম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সানাউল ভূইয়া, ইব্রাহীম ভূইয়া লিটন, শরীফ ইসলাম আবীর, মশিউর, সাব্বির ভূইয়া, সহ-অর্থ সম্পাদক রাকিব উদ্দিন ভূইয়া সহ সকল ওয়ার্ডের সেচ্ছাবক বৃন্দ।