রিপোর্ট: মোঃ অমিত হাসান অপু, আখাউড়া থেকে | ০৫ জুন ২০১৯ | ১১:৫০ অপরাহ্ণ
আজ বুধবার ঈদুল ফিতরের দিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই গ্রামের কাইয়ুম মিয়ার স্ত্রী সাহেরা বেগম ও তার বড় ছেলে আবুল কাশেম।
মরহুমার ছেলে মাদরাসা শিক্ষক হাসান বলেন, বিকেল পৌনে ৫টায় নিজ বাড়িতে হঠাৎ মা অসুস্থ হয়ে পড়েন। এর কিছুক্ষণ পরই মা মারা যান। মায়ের মৃত্যুর খবর শুনে বড় ভাই আবুল কাশেম ১৫ মিনিটের ব্যবধানে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনিও মারা যান।
আবুল কাশেমের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।