রিপোর্ট : মোঃ অমিত হাসান অপু, আখাউড়া থেকে | ২৮ মে ২০১৯ | ১০:১৩ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পবিত্র রমজান মাসেও জুয়া খেলার সময় হাতেনাতে ৭ জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া কর্নেল বাজার এলাকা থেকে হাতেনাতে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হল আখাউড়া মনিয়ন্দ ইউনিয়নের শৌনলোহঘর গ্রামের হুমায়ুন ভুইয়ার পুত্র জুয়েল ভুইয়া (২৯), আলেক মিয়ার পুত্র সোহাগ মিয়া (৩০), আব্দুল খালেক মিয়ার পুত্র রানা হামিদ (২৩), গোয়ালগাঙ্গাইল গ্রামের আব্দুস সালাম মিয়ার পুত্র মো: কায়দে আজম কাদির (২৭), তাহার মিয়ার পুত্র রুবেল মিয়া (২৯), আইড়ল গ্রামের রশিদ মিয়ার পুত্র মো: জসিম (৫০) ও খলাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার পুত্র শাহীন মিয়া (২৫)।
আখাউড়া থানার ওসি (তদন্ত) জনাব আরিফুল আমিন জানিয়েছেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক আজ মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।