রিপোর্ট অমিত হাসান অপু, স্টাফ রিপোর্টার: | ২৪ মার্চ ২০২০ | ১১:৫৯ পূর্বাহ্ণ
আখাউড়ায় হোম কোয়ারেন্টাইন আইন না মানায় এক ইতালি প্রবাসী কে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২৩ মার্চ বিকেলে ধরখার ইউনিয়ন ছতুরা শরীফ গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইতালি ফেরত শরীফ মিয়া (৩০) নামে এক প্রবাসী হোম কোয়ারেন্টাইন আইন না মানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পনেরো হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা।
এসময় গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা প্রতিবেদক কে বলেন,এক ইতালি প্রবাসী কোয়ারেন্টাইন আইন অমান্য করে এবং সে বাড়িতে পরিবার সাথে মেলা মেশা করছে দেখতে পেয়ে তাৎক্ষনিক ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ অভিযান অব্যাহত থাকবে কেউ হোম কোয়ারেন্টাইন আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |