রিপোর্ট অমিত হাসান অপু, স্টাফ রিপোর্টার: | ৩১ মার্চ ২০২০ | ১১:৩৪ অপরাহ্ণ
বাংলাদেশ মানবাধিকার কমিশন আখাউড়া উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক সাথী আক্তার এর নিজ উদ্দ্যেগে মঙ্গলবার দরিদ্রদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আখাউড়া সড়ক বাজার সহ শান্তিনগর গ্রামে ২০ টি অসহায় ও দরিদ্রদ পরিবার এর মধ্যে তিন দিনের বোজ করে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
জানা গেছে, প্রত্যেককের মধ্যে চাল, আলু,ডাল, তেল, সাবান,মুড়ি, স্যাভলন, খাবার সেলাইন এবং নাপা–১পাতা করে বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি আনোয়ার হোসেন, মো:নাছির মিয়া, শান্তিনগর গ্রামের হযরত ফাতেমা (রা) মহিলা মাদ্রাসার পরিচালক মো:ওসমান মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।