রিপোর্ট অমিত হাসান অপু, স্টাফ রিপোর্টার: | ২৫ মার্চ ২০২০ | ৪:৪৯ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর এলাকায় করোনা ভাইরাস বিস্তার রোধে বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রে কার্যক্রমের উদ্যোগে নেন বাংলাদেশ ছাত্রলীগ আখাউড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ আশিকুর রহমান নাঈম । বুধবার (২৫ মার্চ)সকাল সাড়ে সাড়ে এগারোটার দিকে নাঈমের উদ্যোগে প্রথম দিনে আখাউড়া পৌরসভার বিভিন্ন এলাকার যানবাহনসহ বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়।এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু , সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন সহ সকল সদস্য উপস্থিত হয়ে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সেচ্ছায় স্প্রে ছিটানো কাজে নিয়োজিত ছিলেন।
উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আশিকুর রহমান নাঈম বলেন,বিশ্বের উন্নত দেশগুলোও করোনা প্রতিরোধে হিমশিম খাচ্ছে। করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে পৌর এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সকল রাস্তায় স্প্রে করা হবে তবে আগে জনবহুল এলাকায় দেয়া হবে যত দিন পর্যন্ত এই ভাইরাস সমস্যা থাকবে ততোদিন এই কার্যক্রম চলবে বলে তিনি জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |