রিপোর্ট অমিত হাসান অপু, স্টাফ রিপোর্টার: | ০৩ এপ্রিল ২০২০ | ১১:১০ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনাভাইরাস প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে মোট ৮ শত কেজি চাল বিতরণ করা হয় ।শুক্রবার(৩এপ্রিল)সকাল ১০ টার সময় পৌরশহরের তারাগন গ্রামে যুবলীগ নেতা তাজুল ইসলাম তাজুর নিজ বাড়িতে খাদ্যসামগ্রী হিসেবে প্রায় দুইশত অসহায় পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়। পৌর যুবলীগের সাবেক সহসভাপতি ও পৌর যুবলীগের সভাপতি পদপ্রার্থী তাজুল ইসলাম তাজু এ বিষয়ে বলেন,করোনাভাইরাসের কারনে শ্রমিকরা বেকার ঘরে বসে আছে,রিকশা ও সিএনজি চালকরা গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারছেনা। যার ফলে তারা মানবেতর জীবনাপন করছে। সমাজের অসহায় মানুষের পাশে থাকার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।তিনি আরো বলেন,সমাজের সকল ধনী ব্যক্তিরা যদি পাড়া প্রতিবেশী তথা গ্রামের অসহায় মানুষের পাশে দাড়ায় তাহলে কেউ না খেয়ে থাকবেনা।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহিদ হাসান,উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃধন মিয়া,ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মালিক সমিতির সাবেক সহসভাপতি মোঃহানিফ মিয়া,উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃজুয়েল মিয়া প্রমুখ।