অমিত হাসান অপু, স্টাফ রিপোর্টার | ২৫ এপ্রিল ২০২০ | ১:৩৩ পূর্বাহ্ণ
মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় কর্মহীন হয়ে পড়া এবং অসহায় ক্ষুধার্ত মানুষদের পাশে ইফতার সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে হাজী মো. খলিলুর রহমানের ইটালি প্রবাসী ছেলে মামুনুর রশীদ মামুন।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা ও আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে দেড় শতাধিক পরিবারের মধ্যে ইফতারের খাদ্যসামগ্রী বিতরণ করেছে মামুন।
এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি, ডাল, ছোলা, আলু, পিয়াজ, চিনি ও লবন প্রভৃতি।
ইটালি প্রবাসী মামুন বলেন, সারা বিশ্ব আজ মহামারি করোনায় বিপন্ন। এই সময়ে আমাদের ঘরে থাকা সবচেয়ে নিরাপদ। কিন্তু সবার পক্ষে ঘরে থাকা কঠিন, কারণ যারা দিন আনে দিন খায় তাদের পক্ষে একটানা এতদিন কাজ না করে সংসার চালানো অসম্ভব। তাই
আমার ব্যক্তিগত কষ্টার্জিত অর্থে ও শ্রমে এই ইফতার সামগ্রীর ব্যবস্থা করেছি। আমি আশা করবো আমার মতো অন্যরাও এগিয়ে আসবেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তরের আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশু, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সাবেক ছাত্রলীগ নেতা আল্ আমিন সাংবাদিক অমিত হাসান অপু প্রমুখ।