রিপোর্ট অমিত হাসান অপু, স্টাফ রিপোর্টার: | ০৪ এপ্রিল ২০২০ | ১:০১ পূর্বাহ্ণ
করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া গ্রামের খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে ” এস এম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও (পুলিশ সদস্য) এস.এম.সুমন।
( ৪এপ্রিল) বিকাল ৫ টায় সমাজের অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে, ” এস এম ফাউন্ডেশন।
বিতরনকৃত খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে- ৫ কেজি চাউল, ২ কেজি আলো,, আধা কেজি পেয়াজ, আধা কেজি লবণ,আধা কেজি ডাল, ও ১ টি সাবান।
জানা গেছে- প্রায় ৪০ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করেছে, এমন মহত্ত্ব কাজে পুলিশ সত্যি প্রসংসনিয়।
এবিষয়ে প্রতিবেদক কে বলেন সংগঠনটির প্রতিষ্ঠাতাঃএস.এম.সুমন বলেন, যেকোন দূর্যোগ পরিস্থিতিতে ” এস এম ফাউন্ডেশন” সংগঠনটি এলাকার বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়িয়ে সাহায্য সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যদেও করবে ও কার্য্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।