• শিরোনাম


    আইসিসির তদন্ত দল মিয়ানমারে আসলে তাদেরকেও হত্যা করা হবে। হুমকি বৌদ্ধ নেতার

    | ১৬ অক্টোবর ২০১৮ | ৫:২২ পূর্বাহ্ণ

    আইসিসির তদন্ত দল মিয়ানমারে আসলে তাদেরকেও হত্যা করা হবে। হুমকি বৌদ্ধ নেতার

    রোহিঙ্গা গণহত্যার অভিযোগ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির প্রসিকিউটররা মিয়ানমারে প্রবেশ করলে, তাদের হত্যা করা হবে। ইয়াঙ্গুনে বড় ধরনের শোভাযাত্রা থেকে এ হুমকি দেন, বৌদ্ধ নেতা অসিন উইরাথু।
    মিয়ানমারে যে কোনো আন্তর্জাতিক হস্তক্ষেপেরও নিন্দা জানান বৌদ্ধ নেতারা। বার্মিজ সামরিক বাহিনীর সমর্থনে শ্লোগানও দেন তারা। কট্টর বৌদ্ধগোষ্ঠী মাবাথার নেতা অসিন উইরাথু বলেন, যেদিন আন্তর্জাতিক অপরাধ আদালত নেপিদোতে আসবে সেদিন অস্ত্র তুলে নেবে বৌদ্ধরা।
    রাখাইনে রোহিঙ্গা গণহত্যার দায়ে সেনাপ্রধান জেনারেল মিন অং লাইংসহ শীর্ষ জেনারেলদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে জাতিসংঘ।
    রোববার, মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্ক্রিস্টিন শ্রেনার বুরজেনার।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম