মুফতি মুহাম্মদ এনামুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | ২৭ মার্চ ২০২০ | ৯:০০ অপরাহ্ণ
আজ ২৭ মার্চ শুক্রবার, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ কার্যক্রম পরিচালনাকালে
সদর উপজেলার উত্তর পৈরতলার জিলানী মেডিকেল হলে আনুমানিক ১০০ বোতল নকল হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার করা হয়েছে এবং মালিককে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
বিজয়নগর উপজেলায় নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা – এই ৩টি অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ১৩০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও, সরকারি নির্দেশনা অমান্য করে গণজমায়েত করায় সংক্রামক রোগ নিরাময় সংক্রান্ত সংশ্লিষ্ট আইন ভঙ্গের দায়ে নাসিরনগর উপজেলায় ৪টি দোকানকে মোট ৯০০০ টাকা, নবীনগর উপজেলায় ১টি দোকানকে ১০০০০ টাকা ও সরাইল উপজেলায় ৩ জনকে ২০০০ টাকা জরিমানা করা হয়।
আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে সরকারী আদেশ অমান্য করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ১০০০ টাকা জরিমানা করা হয়।