নিজেস্ব প্রতিবেদক:- | ২৯ এপ্রিল ২০২২ | ১০:৫৯ পূর্বাহ্ণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথের অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইউকে) এর পক্ষ থেকে ইউনিয়নের গরীব অসহায় ২৮০টি পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
( ২৮ এপ্রিল বৃহস্পতিবার) সকাল ১১টায় বিশ্বনাথ পৌর সভার ১নং ওয়ার্ডের অলংকারি গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে
বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার ও বিশ্বনাথ পৌর প্রশাসক নুসরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা দেশের সামগ্রিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বিশ্বনাথ উপজেলার সকল উন্নয়নে প্রবাসীদের অবদান প্রশংসনীয়।
অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাষ্টের ট্রাস্টি দিলাল আহমেদের সভাপতিত্বে ও ব্যবসায়ী আমির আহমদের সঞ্চালনায়, শুরুতেই কুরআন তেলাওয়াত করেন, পূর্ব অলংকারি জামে মসজিদের ইমাম মাওলানা তাজিক আহমদ খাঁন,
এতে স্বাগত বক্তব্য রাখেন,
সিলেট লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি কবি সাংবাদিক নজমুল ইসলাম মকবুল,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল,যুব নেতা সিতার মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক
মোঃ শাহিন উদ্দিন।
এতে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন,
বিশ্বনাথ প্রেসক্লাবের ( একাংশের) সাধারণ
সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক
আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেসক্লাবের ( একাংশের) সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ,
বিশ্বনাথ প্রেসক্লাবের ( একাংশের সদস্য)
ফটো সাংবাদিক নুর উদ্দিন,
সমাজ সেবক মোস্তাক আহমদ, সংগঠক শাহাব উদ্দিন, দিলওয়ার হোসেন, তৌফিকুল ইসলাম শাহেদ, আমিনুর রহমান, রুকন মিয়াজী, মন্তাজ আলী, কামরুল ইসলাম, মাহবুব ইসলাম প্রমূখ।
এখানে উল্লেখ্য যে, অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কের সভাপতি হচ্ছেন, অলংকারি ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান সরফরাজ আলী ছফা মিয়ার সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী এম এ মল্লিক ও সাধারণ সম্পাদক হচ্ছেন, ইউনিয়নের বেতসান্দি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী গয়াস মিয়া।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |