রিপোর্ট: আশরাফুল মামুন। | ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | ৬:২৬ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেপরোয়া ট্রাক্টর চাপায় শাহজাহান ভূইয়া (৬৫) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত শাহজাহান ভূইয়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টনকি গ্রামের মৃত মুকসেদ আলীর পুত্র। এ ঘটনায় ট্রাক্টর চালক বাছির মিয়া (৩০) কে আটক করে থানায় সোপর্দ করেছে জনতা।
আজ বৃহস্পতিবার সকালে টনকি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে সকালে অত্র গ্রামের মাদ্রাসার মাঠের পাশে বসা থাকা অবস্থায় ট্রাক্টর চালক বাছির মিয়া বেপরোয়া গতিতে ট্রাক্টর চালিয়ে শাহজাহান ভুইয়ার উপরে তুলে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কৃষি কাজে ব্যবহৃত ট্রাক্টর দিয়ে আখাউড়ায় অবৈধভাবে পন্য পরিবহন করার কারনে প্রায় সময়ই এই প্রানহানির ঘটনা ঘটে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা।
এ ঘটনার বিষয়ে আখাউড়া থানার ওসি (তদন্ত)মোহাম্মদ আরিফুল আমিন ট্রাক্টর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নিহত শাহজাহান ভুইয়ার লাশ থানায় আনা হয়েছে।