• শিরোনাম


    অবরোধের ১ বছর, অবরোধকারীদের সকল পণ্য বর্জনের আহ্বান কাতারের

    নুরে আলম (জাহাঙ্গীর) কাতার থেকে | ০১ জুলাই ২০১৮ | ২:৩১ অপরাহ্ণ

    অবরোধের ১ বছর, অবরোধকারীদের সকল পণ্য বর্জনের আহ্বান কাতারের

    গেল মাসের ৫ই জুন এক বছর পূর্ণ হল কাতার অবরোধের, গতবছর এই দিনেই সন্ত্রাসবাদের সহযোগীতার অযুহাতে সৌদিআরব সহ ৬ টি দেশ কাতারের সাথে সবধরনের সম্পর্ক বর্জন করে অবরোধের ঘোষনা দেয়।
    ১৯৭১ সালের ১৮ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধিনের মাত্র ২ দিন পর ব্রিটিশ থেকে স্বাধিনতা লাভ করে মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুখি দেশ কাতার।
    এখানে প্রায় ২৪ লক্ষ লোকের বসবাস। তাদের জনসংখ্যার প্রায় ৮৬% লোক বহিরাগত, তাদের মাথাপিছু আয় পৃথিবীর সকল দেশকে ছাড়িয়েছে, তাই ধনি দেশের তালিকায় বারবার কাতারের নাম প্রথমে আসে।
    ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক তারাই, নিয়মঅনুযায়ী জুন-জুলাই মাসে বিশ্বকাপের আসর বসে আর কাতারে তখন প্রচুর গরম থাকে, ঐ দিক বিবেচনা করে কাতারে ২০২২ সালের বিশ্বকাপ জুন-জুলাইয়ের পরিবর্তে নভেম্বর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।
    পৃথিবীর জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল আল-জাজিরা কাতারেরই একক সম্পদ,
    বিমান সেবাই ২০১৪ সালে কাতার বিশ্বে প্রথম স্থান অর্জন করে, মধ্যপ্রাচ্যের চিকিৎসা সেবায় তারাই এগিয়ে।
    কাতারের অগ্রগতিতে ঈর্শান্বিত হয়ে সন্ত্রাসবাদ লালনের অজুহাতে গতবছর ৫ই জুন সৌদিআরব, আরব-আমিরাত, বাহরাইন, সহ ৬টি দেশ অন্যায়ভাবে কাতারের বিরুদ্ধে অর্থনৈতিক ও সীমান্ত অবরোধ ঘোষনা দেয়।
    এই অবরোধের এক বছর পূর্তিতে কাতার আরব দেশগুলিকে বুঝিয়ে দিলেন এখন আর আগের কাতার নেই,
    গত ২৬ মে থেকে কাতারের কোন দোকানে অবরোধকারী দেশের কোন পন্য আমদানি করা যাবে না।
    বিভিন্ন সময় বিভিন্ন দোকানে বানিজ্য মন্ত্রণালয়ের পরিদর্শকদল অভিজান চালাবে, এই সিদ্ধান্ত অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
    এমন কঠিন সিদ্ধান্তের কারনে কাতারের স্থানীয় শিল্প ও উৎপাদন আগের চেয়ে শক্তিশালি হবে,
    কাতার এখন কারো মুখাপেক্ষী নয় এই বার্তা অবরোধকারী দেশগুলোকে জানাতেই এই সিদ্ধান্ত নেয়।
    ইতিমধ্যে বেশ কিছু শিল্পকারখানা ও দুগ্ধ খামার গড়ে উঠেছে।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম