| ০৫ সেপ্টেম্বর ২০১৮ | ১:০৪ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মোল্লাবাড়ির দরিদ্র পরিবারের শাহজাহান মিয়ার ১৫ বছরের কিশোর রিক্সা চালক শামীম।
সে গত ১/৯/১৮ ইং তারিখে শনিবার বিকালে নিখোঁজ হন। তারপর তার বাবা মা বিভিন্ন আত্বীয় স্বজনের বাড়িতে খোজাখুজি করার পর এবং এলাকায় মাইকিং করার পরও তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে তার বাবা মা গত ২/৯/১৮ তারিখে আশুগঞ্জ থানায় একটি সাধারন মামলা জিডি করেন।
কিন্তু দুঃখের কি নির্মম পরিহাস।
রিক্সা চালক শামীমকে গতকাল সন্ধায় তালশহর হাওরে ব্রিজের নিচে তার মৃত অবস্থায় লাশ উদ্বার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। আজ সকালে ময়না তদন্ত করার জন্য আশুগঞ্জ থানা পুলিশ শামীমের লাশ ব্রাহ্মণবাড়িয়া সরকারী হসপিটালে হস্তান্তর করেন।
এদিকে পুরো এলাকা জুড়ে চলছে শোকের মাতন।
এলাকাবাসীদের প্রশাসনেরর কাছে দাবি এ ঘটনার সুস্থ তদন্ত করে আসামীদের শনাক্ত করে আইনের আওতাধীন এনে এর বিচার করা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |